দু‘আ-১৩০

share dua

اَللّٰهُمَّ اِنِّيۤ أَسْأَلُكَ مِنْ فُجَآءَةِ الْخَيْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فُجَآءَةِ الشَّرِّ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে অপ্রত্যাশিত কল্যাণ প্রার্থনা করি আর অতর্কিত অকল্যাণ থেকে আশ্রয় চাই।১২৭

উৎসঃ -কিতাবুল আযকার

উপকারিতাঃ

১২৭. অপ্রত্যাশিতভাবে কোনো নেয়ামত হাসিল হলে কতই না আনন্দ হয়! পক্ষান্তরে কোনো অতর্কিত বিপদের মুখাপেক্ষী হলে কতই না পেরেশানী হয়! আল্লাহর সত্যনবী মানব-স্বভাবের প্রবণতাগুলো পাঠ করে কী যথার্থভাবেই না প্রথম বিষয়টি প্রার্থনা করেছেন আর দ্বিতীয়টি থেকে মুক্তি চেয়েছেন।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১৩০ | মুসলিম বাংলা