দু‘আ-১২৮

share dua

اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ قُدْرَتِكَ، وَأَدْخِلْنِيْ فِيْ رَحْمَتِكَ، وَاقْضِ أَجَلِىْ فِيْ طَاعَتِكَ، وَاخْتِمْ لِيْ بِخَيْرِ عَمَلِيْ، وَاجْعَلْ ثَـوَابَهُ الْجَنَّةَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে আপনার কুদরত দ্বারা শান্তি ও নিরাপত্তা দিন, আমাকে আপনার রহমতের মাঝে দাখিল করুন, আমার জীবন আপনার আনুগত্যের মাঝে অতিবাহিত করুন, আমার সর্বোত্তম আমলের মাঝে আমার (জীবনের) সমাপ্তি দান করুন এবং এর বিনিময়ে আমাকে জান্নাত নসীব করুন।১২৬

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

১২৬. জান্নাতই তো আল্লাহর সন্তুষ্টি রেযামন্দির স্থান। হায়! আমাদের অজ্ঞ মূর্খ কবিগণ যদি তা উপলব্ধি করত!


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১২৮ | মুসলিম বাংলা