দু‘আ-১২৭

share dua

اَللّٰهُمَّ ارْزُقْنِيْ عَيْنَيْنِ هَطَّالَتَيْنِ، تَسْقِيَانِ الْقَلْبَ بِذُرُوْفِ الدَّمْعِ مِنْ خَشْيَتِكَ، قَبْلَ أَنْ تَكُوْنَ الدُّمُوْعُ دَمًا وَّالْأَضْرَاسُ جَمْرًا.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে দান করুন ঐ বর্ষণকারী চোখ, যা আপনার ভয়ে প্রবাহিত অশ্রুধারায় হৃদয়কে সজীব করে ঐ সময় আসার আগে যখন অশ্রু পরিণত হবে রক্তে আর মাঢ়ি পরিণত হবে অঙ্গারে।১২৫

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

গুলজার। قَبْلَ اَنْ تَكُوْنَ

১২৫. এই অশ্রু বর্ষণকারী চক্ষুই কাম্য, উদাসীনতার অট্টহাসি নয়, যা দ্বারা আজ প্রগতি সভ্যতার মজলিস গুলজার। قَبْلَ (অশ্রু রক্তে পরিণত হওয়ার আগে...)। এখানে ‘আগে’ অর্থ ‘ব্যতীত’। অর্থ নয় যে, প্রথমে এটা হোক তারপর ওটা। অর্থাৎ পর্যায়ের খোদাভীতি সৃষ্টি হলে কঠিন পরিণতির অবকাশই আসবে না, যা এই খোদাভীতি না থাকলে সৃষ্টি হওয়া অপরিহার্য।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১২৭ | মুসলিম বাংলা