দু‘আ-১২৬

share dua

اَللّٰهُمَّ طَهِّرْ قَلْبِيْ مِنَ النِّفَاقِ، وَعَمَلِيْ مِنَ الرِّيَآءِ، وَلِسَانِيْ مِنَ الْكَذِبِ، وَعَيْنِيْ مِنَ الْخِيَانَةِ، فَإِنَّكَ تَعْلَمُ خَآئِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُوْرُ.

অর্থঃ ইয়া আল্লাহ! পবিত্র করে দিন আমার অন্তরকে নিফাক থেকে, আমার আমলকে রিয়া থেকে, আমার যবানকে মিথ্যা থেকে আর আমার চোখকে খিয়ানত থেকে। আপনার অজানা নয় চোখের পাপদৃষ্টি ও অন্তরের অভিপ্রায়।১২৪

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

১২৪. প্রকাশ্য-অপ্রকাশ্য সবই আপনার গোচরে। সূক্ষ্ম স্থূল সবই আপনার কাছে সমান। আপনার জ্ঞানদৃষ্টি থেকে অতি সূক্ষ্ম ‘চুরি’ও লুকানোর চেষ্টা অর্থহীন। আবেদন শুধু আপনার দয়া করুণার। বাইরের-ভিতরের, অঙ্গের-অন্তরের সকল মলিনতা থেকে আমাকে পবিত্র করুন।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১২৬ | মুসলিম বাংলা