দু‘আ-১২৫
اَللّٰهُمَّ الْطُفْ بِيْ فِيْ تَيْسِيْرِ كُلِّ عَسِيْرٍ، فَإِنَّ تَيْسِيْرَ كُلِّ عَسِيْرٍ عَلَيْكَ يَسِيْرٌ، وَأَسْأَلُكَ الْيُسْرَ وَالْمُعَافَاةَ فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ، اَللّٰهُمَّ اعْفُ عَنِّيْ فَاِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ.
অর্থঃইয়া আল্লাহ! তামাম মুশকিল আসান করে আমার উপর রহম করুন। কারণ, মুশকিল আসান করা আপনার পক্ষেই সহজ।১২২ (সুতরাং এই দরখাস্ত মঞ্জুর করা আপনার জন্য কোনো বিষয়ই নয়) আমি আপনার কাছে চাই দুনিয়া ও আখিরাতের সহজতা ও নিরাপত্তা।১২৩ ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা করুন। আপনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
-কানযুল উম্মাল
১২২. আকবর এলাহাবাদী কী সুন্দরই না বলেছেন- اک مرے دل کے وہ خوش رکھنے پہ کیا قادر نہيں ایک کن سے دو جہاں کو جس نے پیدا کردیا যিনি এক ‘কুন’ দ্বারা দুই জাহান পয়দা করেছেন, তিনি কি পারবেন না এক আমার অন্তরকে খুশি করতে? ১২৩. দুর্বল মানুষ আখেরাত তো দূরের কথা, দুনিয়ার কষ্টসমূহও সহ্য করার ক্ষমতা রাখে না।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে