ইস্তিখারার সংক্ষিপ্ত দু‘আ
ইস্তিখারার উল্লেখিত পদ্ধতি কিছুটা দীর্ঘ। অনেক সময় মানুষ সিদ্ধান্ত পৌঁছার জন্য এত দীর্ঘ সময় নাও পেতে পারে। তাই রাসূলুল্লাহ (ﷺ) একটি সংক্ষিপ্ত দু‘আ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দু‘আটি এই-
۞ اَللّٰهُمَّ خِرْ لِيْ وَاخْتَرْلِيْ
অর্থ: হে আল্লাহআপনিই ঠিক করে দিন যে, আমাকে কোনটি অবলম্বন করতে হবে।’(সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫১৬; মুসনাদুল বাযযার, হাদীস নং: ৫৯; মুসনাদে আবু ইয়া'লা, হাদীস নং: ৪৪)
এছাড়া আরেকটি দু‘আ হাদীস শরীফে রয়েছে-
۞ اَللّٰهُمَّ اهْدِنِيْ، وَسَدِّدْنِيْ
অর্থ: হে আল্লাহ! পথ দেখান সোজা এবং দেখান। পথ আমাকে। (সহীহ মুসলিম, হাদীস নং: ২৭২৫)
অনুরূপভাবে এ দু‘আটিও হাদীস শরীফে এসেছে-
۞ اَللّٰهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ
অর্থ: হে আল্লাহ! যে পথটি সঠিক তা আমার অন্তরে ঢেলে দিন। (সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৮৩)
যদি আরবীতে সম্ভব না হয় তাহলে কমপক্ষে নিজের ভাষায় এ দু‘আগুলো করা যেতে পারে। অনুরূপভাবে যদি মুখে উচ্চারণ সম্ভব না হয় তাহলে কমপক্ষে মনে মনে হলেও এ দু‘আগুলো করা।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে