দু‘আ-১২৪

share dua

اَللّٰهُمَّ اجْعَلْنِيْۤ أَخْشَاكَ كَأَنِّيْۤ أَرٰكَ أَبَدًا حَتّٰىۤ أَلْقَاكَ، وَأَسْعِدْنِيْ بِتَقْوَاكَ، وَلَا تُشْقِنِيْ بِمَعْصِيَتِكَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে আপনার এমন ভয় দান করুন, যেন আপনাকে সর্বক্ষণ দেখছি।১২০ (আর এ-ই যেন হয় আমার অবস্থা) আপনার সাথে মিলিত হওয়া পর্যন্ত। আর আমাকে তাকওয়ার খোশনসীবী দান করুন এবং নাফরমানীর বদনসীবী থেকে রক্ষা করুন।১২১

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

১২০. খুবই স্বাভাবিক যে, বান্দা যখন প্রতি মুহূর্তে জানবে, সে এক মহাক্ষমতাবানের সার্বক্ষণিক নজরদারিতে, তখন তো কোনো নাফরমানীই তার দ্বারা হতে পারে না। বাস্তবতা ভুলে যাওয়াই তো সকল নাফরমানীর মূল। ১২১. তাকওয়াই মূল খোশনসীবীর আর নাফরমানী বদনসীবীর


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১২৪ | মুসলিম বাংলা