দু‘আ-১২২
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ شُكْرًا، وَلَكَ الْمَنُّ فَضْلًا. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ التَّوْفِيْقَ لِمَحَآبِّكَ مِنَ الْأَعْمَالِ، وَصِدْقَ التَّوَكُّلِ عَلَيْكَ، وَحُسْنَ الظَّنِّ بِكَ.
অর্থঃইয়া আল্লাহ! কৃতজ্ঞতা প্রশংসা আপনারই প্রাপ্য। আর আপনারই দান খাঁটি দয়ার দান।১১৯ ইয়া আল্লাহ! আপনার কাছে তাওফীক চাই ঐসব আমলের, যা আপনার প্রিয় এবং তাওফীক চাই আপনার উপর সত্য ভরসা করার ও আপনার প্রতি সুধারণা পোষণ করার।
-কানযুল উম্মাল
১১৯. অর্থাৎ প্রার্থনা ও উপযুক্ততা ছাড়াই আপনি সকলকে দান করে থাকেন। لَكَ الْحَمْدُ شُكْرًا কৃতজ্ঞতার প্রশংসা...)। অর্থাৎ কৃতজ্ঞতার সাথে আপনার প্রশংসা ও গুণগান আমাদের সকলের উপর অপরিহার্য।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে