দু‘আ-১১৯

share dua

اَللّٰهُمَّ اجْعَلْنِيْ أُعَظِّمُ شُكْرَكَ، وَأُكْثِرُ ذِكْرَكَ، وَأَتَّبِـعُ نَصِيْحَتَكَ وَأَحْفَظُ وَصِيَّتَكَ. اَللّٰهُمَّ إِنَّ قُلُوْبَنَا وَنَوَاصِيَنَا وَجَوَارِحَنَا بِيَدِكَ، لَمْ تُمَلِّكْنَا مِنْهَا شَيْئًا، فَإِذَا فَعَلْتَ ذٰلِكَ بِنَا فَكُنْ أَنْتَ وَلِيَّنَا، وَاهْدِنَاۤ إِلٰى سَوَآءِ السَّبِيْلِ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে এমন করুন যে, আপনার বড় শোকর করি, আপনার যিকির বেশি করি, আপনার উপদেশ মেনে চলি আর আপনার আদেশ মনে রাখি। ইয়া আল্লাহ! আমাদের হৃদয়, আমাদের ঝুঁটি ও আমাদের অঙ্গসমূহ আপনারই কব্জায়। এর কোনো কিছুর উপরই আমাদের ক্ষমতা দেননি। সুতরাং আপনি যখন আমাদের সাথে এ-ই করেছেন, তখন আপনিই হোন আমাদের সাহায্যকারী এবং আমাদেরকে প্রদর্শন করুন সোজা পথ।১১৬

উৎসঃ -তিরমিযী, কানযুল উম্মাল

উপকারিতাঃ

১১৬. আল্লাহর রহম-করম আকর্ষণ করার জন্য তার পেয়ারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)ও কত ধরনের কৌশল উদ্ভাবন করেছেন! দু‘আর সারকথা, সৃষ্টির বিধানে আমরা যেমন পুরাপুরি আপনারই কব্জায়, শরীয়তি বিধানেও আমাদের পুরাপুরি আপনার অনুগত করুন। আমরা যেন আপনার নাফরমানি করতেই না পারি।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১১৯ | মুসলিম বাংলা