দু‘আ-১১৬
ইয়া আল্লাহ! আপনার আশ্রয় নিচ্ছি মন্দ চরিত্র ও মন্দ কর্ম থেকে এবং মন্দ প্রবৃত্তি ও মন্দ রোগ থেকে। আমরা আপনার আশ্রয় নিচ্ছি ঐ সকল বিষয় থেকে, যা থেকে আপনার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করেছেন এবং (আশ্রয় নিচ্ছি) আবাসস্থলের অসৎ পড়শি থেকে। কারণ, সফরের সঙ্গী তো কিছু সময় পর আলাদা হয়ে যায়। এবং (আশ্রয় নিচ্ছি) দুশমনের প্রাবল্য থেকে, শত্রুর তৃপ্তির হাসি থেকে, অনাহার থেকে। কারণ, সে তো মন্দ ‘শয্যাসঙ্গী’। (প্রচণ্ড ক্ষুধার সময় ঘুম কিভাবে আসবে? এ পাশ-ওপাশ করেই তো রাত কেটে যায়। এথেকে ক্ষুধাকে আরবী ভাষায় ‘শয্যাসঙ্গী’ কল্পনা করা হয়েছে।) খিয়ানত থেকে। কারণ, সে তো নিকৃষ্ট ‘পরামর্শক’। (আশ্রয় নিচ্ছি) পশ্চাদপসরণ থেকে এবং ফিতনায় নিপতিত হয়ে দীন থেকে বিচ্যুত হওয়া থেকে এবং প্রকাশ্য-অপ্রকাশ্য সকল ফিতনা থেকে এবং মন্দ দিবস ও মন্দ রজনী থেকে এবং মন্দ মুহূর্ত থেকে ও মন্দ সঙ্গী থেকে।১১৩
–তিরমিযী
১১৩. অর্থাৎ জীবন ও কর্মের সব ধরনের ও সকল পর্যায়ের মন্দত্ব থেকে আশ্রয় নিচ্ছি। وَمِنَ الْجُوْعِ فَإِنَّه بِئْسَ الضَّجِيْعُ (অনাহার থেকে। কারণ, সে তো মন্দ শয্যাসঙ্গী) প্রচণ্ড ক্ষুধার সময় ঘুম কিভাবে আসবে? এপাশ-ওপাশ করেই তো রাত কেটে যায়। এ থেকেই ক্ষুধাকে আরবী ভাষায় ‘শয্যাসঙ্গী’ কল্পনা করা হয়েছে। وَأَنْ نَرْجِـعَ عَلٰى أَعْقَابِنَا (পশ্চাদপসরণ থেকে)। অর্থাৎ আল্লাহ না করুন, সত্য দ্বীন থেকে মুরতাদ হয়ে যায়।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে