দু‘আ-১১৫

share dua

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِيْ تَقُوْلُ وَخَيْرًا مِّمَّا نَقُوْلُ.

অর্থঃ ইয়া আল্লাহ! আপনারই জন্য সকল প্রশংসা, (যে প্রশংসা) আপনি যেমন বলেন তেমন আর আমরা যেমন বলি তার চেয়ে উত্তম।১১২

উৎসঃ -কিতাবুল আযকার

উপকারিতাঃ

১১২. কুল মাখলুক মিলেও যদি চায় তবুও আল্লাহ তা‘আলার প্রশংসার হক আদায় করতে পারবে না। তাঁর শান মানের উপযোগী তো শুধু সকল শব্দই হতে পারে, যা তিনি নিজের জন্য ব্যবহার করেছেন। দ্রঃ টীকা ১৯৭।


এ সম্পর্কিত আরও দু’আ...