দু‘আ-১১৫
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِيْ تَقُوْلُ وَخَيْرًا مِّمَّا نَقُوْلُ.
অর্থঃইয়া আল্লাহ! আপনারই জন্য সকল প্রশংসা, (যে প্রশংসা) আপনি যেমন বলেন তেমন আর আমরা যেমন বলি তার চেয়ে উত্তম।১১২
-কিতাবুল আযকার
১১২. কুল মাখলুক মিলেও যদি চায় তবুও আল্লাহ তা‘আলার প্রশংসার হক আদায় করতে পারবে না। তাঁর শান ও মানের উপযোগী তো শুধু ঐ সকল শব্দই হতে পারে, যা তিনি নিজের জন্য ব্যবহার করেছেন। দ্রঃ টীকা ১৯৭।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে