দু'আ

ইস্তিখারা হযরত জাবির (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আমাদের যাবতীয় কাজের জন্য ইস্তিখারা শিক্ষা দিতেন, যেমনভাবে তিনি কুরআনের সূরা শিক্ষা দিতেন । (আর বলতেন) যখন তোমাদের কারো কোন বিশেষ কাজ করার ইচ্ছা হয়, তখন সে যেন দু’রাকাত নামায পড়ে, এবং নিচের দু‘আটি পাঠ করে।

সকল দু'আ একত্রে দেখুন