দু‘আ-১১৩

اَللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ قُلُوْبًا أَوَّاهَةً مُّخْبِتَةً مُّنِيْبَةً فِيْ سَبِيْلِكَ.
অর্থঃ ইয়া আল্লাহ! আমরা আপনার কাছে প্রার্থনা করছি এমন অন্তর, যা হয় খুব বেদনাদীর্ণ, খুবই বিনম্র, এবং আপনার পথে রুজুকারী।১১০
উৎসঃ -কানযুল উম্মাল
উপকারিতাঃ
قُلُوْبًا قَلْبٌ قُلُوْبٌ
১১০. শব্দটি এর বহুবচন। প্রার্থনাকারীদের বহুবচনের কারণে ও বহুবচনে এসেছে। লক্ষ্যণীয় যে, প্রার্থনা কীসের। নম্র, বিনীত ও আল্লাহ-অভিমুখী অন্তরের, ‘উন্নত’ ও ‘প্রাগ্রসর’ মস্তিষ্কের নয়।