দু‘আ-১১৩
اَللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ قُلُوْبًا أَوَّاهَةً مُّخْبِتَةً مُّنِيْبَةً فِيْ سَبِيْلِكَ.
অর্থঃইয়া আল্লাহ! আমরা আপনার কাছে প্রার্থনা করছি এমন অন্তর, যা হয় খুব বেদনাদীর্ণ, খুবই বিনম্র, এবং আপনার পথে রুজুকারী।১১০
-কানযুল উম্মাল
১১০. قُلُوْبًا শব্দটি قَلْبٌ এর বহুবচন। প্রার্থনাকারীদের বহুবচনের কারণে قُلُوْبٌ ও বহুবচনে এসেছে। লক্ষ্যণীয় যে, প্রার্থনা কীসের। নম্র, বিনীত ও আল্লাহ-অভিমুখী অন্তরের, ‘উন্নত’ ও ‘প্রাগ্রসর’ মস্তিষ্কের নয়।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে