দু‘আ-১১১
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ.
অর্থঃইয়া আল্লাহ! আপনার হালাল রিযিকের মাধ্যমে আমাকে হারাম রুযি থেকে রক্ষা করুন এবং নিজ করুণায় আপনি ছাড়া আর সবার থেকে আমাকে বেনিয়ায করুন।১০৮
-তিরমিযী
১০৮. অন্তরে যদি এতটুকু অল্পেতুষ্টি এসে যায় যে, হালাল রুযির পরিবর্তে নাজায়েয উপার্জনের দিকে মনের উঁকিঝুঁকি না থাকে, তবে তো খোদার কসম এক মহাসম্পদ অর্জিত হল। এর সাথে সকল প্রয়োজনে যদি ভরসা শুধু মালিকের উপরে হয়, তবে তো এ এক জিয়নকাঠি। এর কথা তো বলাই বাহুল্য।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে