দু‘আ-১১০

share dua

اَللّٰهُمَّ إِلٰهَ جِبْرَئِيْلَ وَمِيْكَآئِيْلَ وَإِسْرَافِيْلَ! وَإِلٰهَ إِبْرَاهِيْمَ وَإِسْمَاعِيْلَ وَإِسْحٰقَ! عَافِنِيْ وَلَا تُسَلِّطَنَّ أَحَدًا مِّنْ خَلْقِكَ عَلَيَّ بِشَيْءٍ لَّا طَاقَةَ لِيْ بِه.

অর্থঃ ইয়া আল্লাহ! জিবরাইল, মিকাইল ও ইসরাফীলের মাবুদ! ইবরাহীম, ইসমাইল ও ইসহাকের মাবুদ! আমাকে আফিয়াত (সুস্থতা ও নিরাপত্তা) দান করুন। আপনার কোনো সৃষ্টিকে আমার উপর এমন কিছুর সাথে আরোপ কোরেন না, যা বহন করার শক্তি আমার নেই।১০৭

উৎসঃ -ইবনে আবী শায়বা

উপকারিতাঃ

১০৭. কুরআন-হাদীসের অনেক জায়গায় এবং হাদীস শরীফেও কোথাও কোথাও বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে, যে সকল মাখলুকের উপাস্য বা ছায়া-উপাস্য হওয়ার ভুল ধারণা কারো মনে জাগতে পারে, তাদের আব্দ দাস হওয়ার কথা সুস্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। হায়! কত জাতি যে আল্লাহর মাকবুল বান্দা নবীগণকে এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণকে উপাস্যের আসনে বসিয়ে পথভ্রষ্ট হয়েছে! দ্রঃ টীকা ১৬০ দু‘আর বিষয়বস্তু থেকে আরো বোঝা গেল, নিজের নিরাপত্তার দু‘আ কোনো জালিমের কর্তৃত্বাধীন হওয়া থেকে মুক্তির দু‘আ করতে থাকা বুযুর্গির পরিপন্থী নয়; বরং এটিই আফিয়াতের দাবি এবং এটিই সুন্নত।


এ সম্পর্কিত আরও দু’আ...