দু‘আ-১০৩
ইয়া আল্লাহ! আলো দিন আমার অন্তরে, আলো দিন আমার দৃষ্টিতে, আলো দিন আমার শ্রবণশক্তিতে, আলো দিন আমার ডানে, আলো দিন আমার বামে, আলো দিন আমার পিছনে, আলো দিন আমার সামনে, আলো দিন আমাকে এক বিশেষ আলো, আলো দিন আমার ধমনীতে, আলো দিন আমার গোশতে, আলো দিন আমার রক্তে, আলো দিন আমার চুলে, আলো দিন আমার চামড়ায়, আলো দিন আমার জিহ্বায়, আলো দিন আমার প্রাণে, আলো দিন আমাকে - বড় আলো, পরিণত করুন আমাকে আলোতে, আলো দিন আমার উপরে, আলো দিন আমার নীচে, ইয়া আল্লাহ! আমাকে আলো দিন।১০২
-বুখারী, মুসলিম
১০২. মসনবীর ভাষায়- نور او در يمن و يسر وتحت وفوق ٭ بر سر و بر گردنم مانند طوق তাঁর আলো ডানে-বামে, উপরে-নীচে, মাথার উপর ও আমার কাঁধে যেন এক আলোর বেড়ি। হাকীমুল উম্মত হযরত থানভী রহ. ‘আশ-শরীয়া’ শীর্ষক ওয়াযে বলেন- ‘এ আলো প্রদীপের আলো নয়; বরং এক বিশেষ অবস্থা। কারণ, আলোর সংজ্ঞা হল, যে নিজেও প্রকাশিত, অন্যকেও প্রকাশিত করে। اَللهُ نُوْرُ السَّمٰواتِ وَالْاَرْضِ এখানে নূরের এ অর্থই উদ্দেশ্য। নূর অর্থ ‘ঝলক’ নয়; নূর অর্থ, যে নিজেও স্পষ্ট আর অন্যান্য সত্য ও বাস্তবতাকেও যে স্পষ্ট করে তোলে। অন্তরে এ নূর পয়দা হলে যুলমাত ও অন্ধকার দূর হয়। কোন অন্ধকার? অলসতার অন্ধকার, হিংসা-বিদ্বেষের অন্ধকার, অহংকার ও ক্রোধের অন্ধকার, অনাচার ও পাপাচারের অন্ধকার ইত্যাদি। তো নূর এ সকল অন্ধকার দূর করে এবং উদ্যম ও প্রফুল্লতা আনয়ন করে।’
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে