দু‘আ-১০০

share dua

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَوَسِّـعْ لِيْ فِيْ دَارِيْ وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ .

অর্থঃ ইয়া আল্লাহ! আমার গুনাহ মাফ করুন, আমার ঘরে প্রশস্ততা দিন, আর আমার রিযিকে বরকত দিন।১০০

উৎসঃ -নাসায়ী

উপকারিতাঃ

: اٹھا تو تھا ولولہ یہ دل میں کہ صرف یاد خدا کرینگے معا مگر یہ خیال آیا ملی نہ روٹی تو کیا کرینگے জেগেছিল

১০০. রক্ত-মাংসের মানব যেমন মুখাপেক্ষী রিযিক জীবিকার, তেমন মুখাপেক্ষী গুনাহ থেকে সুরক্ষা পাওয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা প্রার্থনায় সত্য অতি পরিস্ফুট। আকবর এলাহাবাদীর একটি পঙক্তি کرینگے জেগেছিল মনে এই সাধ-বাসনা, করব শুধু খোদার স্মরণ। একই সাথে এলো চিন্তা এই যে, না পেলে রুটি করব কী তখন।


এ সম্পর্কিত আরও দু’আ...