দু‘আ-৯৮

اَللّٰهُمَّ رَبَّ السَّمٰوٰتِ السَّبْعِ وَمَاۤ أَظَلَّتْ! وَرَبَّ الْأَرَضِيْنَ وَمَاۤ أَقَلَّتْ! وَرَبَّ الشَّيَاطِيْنِ وَمَاۤ أَضَلَّتْ! كُنْ لِيْ جَارًا مِّنْ شَرِّ خَلْقِكَ أَجْمَعِيْنَ أَنْ يَّفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِّنْهُمْ أَوْ أَنْ يَّطْغٰى عَزَّ جَارُكَ وَتَـبَارَكَ اسْمُكَ .
অর্থঃ ইয়া আল্লাহ! হে মালিক সপ্ত আকাশের আর তার ছায়ায় থাকা সবকিছুর! হে মালিক ভূমিসমূহের আর তার উপরে থাকা সবকিছুর! হে প্রভু শয়তানকুলের আর যাদের এরা বিপথগামী করেছে তাদের! আপনি আমার রক্ষাকারী থাকুন আপনার সকল সৃষ্টির অকল্যাণ থেকে, তাদের কারো অন্যায় বা অবিচারের শিকার হওয়া থেকে। সুরক্ষিত সে যে আপনার আশ্রিত আর প্রভূত বরকতময় আপনার নাম।৯৮
উৎসঃ -তবারানী, ইবনে আবী শায়বা
উপকারিতাঃ
থেকে। السَّمَوَاتِ السَّبْعِ والْأَرْضِيْنَ অবস্থা। رَبَّ الشَّيَاطِيْنِ وَمَا أَضَلَّتْ
৯৮. যত জায়গায় যত প্রাচুর্য ও বরকত সবই আপনার ‘আসমা ওয়া সিফাত’ থেকে। السَّمَوَاتِ (সাত আসমান ও ভূমিসমূহ) অর্থাৎ গোটা বিশ্ব ও তার সকল অবস্থা। رَبَّ এ সংক্ষিপ্ত দুই কথায় আকাইদ-শাস্ত্রের এ তত্ত্ব এসে গেছে যে, একদিকে সকল ভ্রান্তি ও বিভ্রান্তির নিকটতম কারণ শয়তান, অন্যদিকে সকল কার্য ও কারণের শেষ সূত্রধর মহাপরাক্রমশালী আল্লাহ।