দু‘আ-৯৬

share dua

اَللّٰهُمَّ اغْفِرْلِيْ ذَنْۢبِيْ وَاخْسَأْ شَيْطَانِيْ وَفُكَّ رِهَانِيْ، وَثَقِّلْ مِيْزَانِيْ، وَاجْعَلْنِيْ فِيْ النَّدِيِّ الْأَعْلٰى.

অর্থঃ ইয়া আল্লাহ! আমার গুনাহ মাফ করুন, আমার শয়তানকে বিতাড়িত করুন, আমার বন্ধন খুলে দিন, (অর্থাৎ যা কিছু আমাকে গুনাহের সাথে আবদ্ধ রেখেছে তা থেকে আমাকে মুক্ত করুন। আমার (আমলের) পাল্লা ভারী করে দিন এবং আমাকে উচ্চ মহলে (আল্লাহর মকবুল বান্দাদের) অন্তর্ভুক্ত করুন।৯৭

উৎসঃ -আবু দাউদ, মুসতাদরাক

উপকারিতাঃ

وَفُكِّ رِهَانِىْ وَأَخْسِئْ شَيْطَانِىْ থাকে! وَثَقِّلْ مِيْزَانِىْ

৯৭. (আমার বন্ধন খুলে দিন) অর্থাৎ যা কিছু আমাকে গুনাহের সাথে আবদ্ধ রেখেছে, তা থেকে আমাকে মুক্ত করুন। (আমার শয়তানকে বিতাড়িত করুন) শয়তানের কুপ্রভাব যখন দূর হয়, তখন মানুষের শুদ্ধ-সুন্দর হওয়ার আর কী বাকি থাকে! وَثَقِّلْ (আমার পাল্লা ভারী করুন) পাল্লা অর্থ আমলের পাল্লা। পাল্লায় শুধু নেক আমল উঠানো হবে।


এ সম্পর্কিত আরও দু’আ...