দু‘আ-৯৫

share dua

اَللّٰهُمَّ اجْعَلْ أَوَّلَ هٰذَا النَّهَارِ صَلَاحًا، وَأَوْسَطَهٗ فَلَاحًا، وَاٰخِرَهٗ نَجَاحًا. أَسْأَلُكَ خَيْرَ الدُّنْيَا وَالْاٰخِرَةِ يَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ.

অর্থঃ ইয়া আল্লাহ! এই দিবসের প্রথম অংশ আমার জন্য ‘পুণ্যময়’ করুন। মাঝের অংশ ‘সফল’ ও শেষের অংশ ‘সার্থক’ করুন। হে সকল দয়ালুর বড় দয়ালু! আমি আপনার কাছে প্রার্থনা করছি দুনিয়া-আখিরাত (উভয়ের) কল্যাণ।৯৬

উৎসঃ -ইবনে আবী শায়বা

উপকারিতাঃ

৯৬. এর চেয়ে প্রশস্ত দু‘আ আর কী হতে পারে? গোটা দিন যেন আনুগত্যের সাথে কাটে, প্রথম অংশ ‘সলাহ’ তথা পুণ্যকর্মের সাথে, মাঝের অংশ ‘ফালাহ’ সফলতার সাথে আর শেষের অংশ ‘নাজাহ’ কৃতকার্যতার সাথে। আর এভাবেই গোটা জীবন অতিবাহিত হয়। অতঃপর মিনতি যে, কল্যাণ দো-জাহানেরই চাই। আর প্রার্থনা কার কাছে? ‘আরহামুর রাহিমীনের’ কাছে, যিনি দয়া করুণার জন্য শুধু বাহানা খুঁজতে থাকেন।


এ সম্পর্কিত আরও দু’আ...