দু‘আ-৮৮

share dua

اَللّٰهُمَّ أَحْسَنْتَ خَلْقِيْ فَأَحْسِنْ خُلُقِيْ، وَأَذْهِبْ غَيْظَ قَلْبِيْ، وَأَجِرْنِيْ مِنْ مُضِلَّاتِ الْفِتَنِ مَاۤ أَحْيَيْتَنَا.

অর্থঃ ইয়া আল্লাহ! আপনি যেমন আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর চরিত্রও দান করুন। আমার অন্তরের ক্ষোভ দূর করে দিন এবং যতদিন আমাদের জীবিত রাখেন পথভ্রষ্টকারী ফিতনাসমূহ থেকে আমাকে রক্ষা করুন।৯১

উৎসঃ -মুসনাদে আহমাদ

উপকারিতাঃ

আসে। غَيْظَ قَلْبِىْ

৯১. অর্থাৎ গোটা জীবন যেন আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটে এবং মৃত্যুও যেন অবস্থায় আসে। غَيْظَ (অন্তরের ক্ষোভ)। মানে মন-মস্তিষ্কে অনুক্ষণ অশান্তি অস্থিরতা। জগতের সবকিছুতে অনাস্থা, সৃষ্টি- স্রষ্টা উভয়ের প্রতি অসন্তুষ্টি।


এ সম্পর্কিত আরও দু’আ...