দু‘আ-৮৬

share dua

اَللّٰهُمَ اجْعَلْنِيْ صَبُوْرًا وَّ اجْعَلْنِيْ شَكُوْرًا، وَاجْعَلْنِيْ فِيْ عَيْنِيْ صَغِيْرًا وَّفِيْۤ أَعْيُنِ النَّاسِ كَبِيْرًا.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে বড় সবরকারী বানিয়ে দিন এবং শোকরকারী বানিয়ে দিন। (যেন সকল বিপদে সবর করি এবং সকল নেয়ামতের শোকর করি) আর আমাকে আমার দৃষ্টিতে ছোট ও মানুষের দৃষ্টিতে বড় বানিয়ে দিন।৮৯

উৎসঃ -কানয

উপকারিতাঃ

৮৯. মানুষের দৃষ্টিতে বড় হলে যে ক্ষতির আশংকা থাকে, বান্দা যখন নিজেকে ছোট মনে করবে, তখন তা আর থাকবে না। তবে কল্যাণের সম্ভাবনা অবশ্যই থাকবে।


এ সম্পর্কিত আরও দু’আ...