দু‘আ-৮৩
اَللّٰهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّيْ وَانْقِطَاعِ عُمُرِيْ .
অর্থঃইয়া আল্লাহ! আমার জন্য নির্ধারিত আপনার প্রশস্ততম রিযিক আমাকে দিন বার্ধক্যে ও জীবন-সায়াহ্নে।৮৫
-মুসতাদরাক
৮৫. বার্ধক্যে, যখন সকল শক্তি দুর্বল হয়ে পড়ে এবং জীবিকা উপার্জনের সক্ষমতা থাকে না সাধারণত সে সময়ই মানুষ অর্থ-কষ্টের শিকার হয়। এ দু‘আ ঐ সময়ের জন্য কত প্রশান্তিদায়ক তা বলার অপেক্ষা রাখে না। উম্মতের দুর্বল শ্রেণীর কত রেয়ায়েত যে আছে ঐ শ্রেষ্ঠ জ্ঞানীর কালামে তা ভাষায় প্রকাশ করা যায় না।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে