দু‘আ-৭৯

share dua

اَللّٰهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ وَبَارِكْ لِيْ فِيْهِ وَاخْلُفْ عَلٰى كُلِّ غَآئِبَةٍ لِّيْ بِخَيْرٍ.

অর্থঃ ইয়া আল্লাহ! আপনি যা দান করেছেন তাতে আমাকে সন্তুষ্ট রাখুন এবং আমার জন্য তাতে বরকত রাখুন। আর যা আমার দৃষ্টির বাইরে তাতে কল্যাণের সাথে আমার রক্ষক হোন।৭৯

উৎসঃ -মুসতাদরাক

উপকারিতাঃ

৭৯. সম্পদ প্রাচুর্যের প্রার্থনা তো অনেক আছে, কিন্তু তুষ্টির সম্পদ বরকতরূপ নেয়ামতের কথা তো এই শ্রেষ্ঠ প্রাজ্ঞ সূক্ষ্মদর্শী ইনসানই চিন্তা করতে পারে। জগতের সকল অনাচার মানবের সকল অস্থিরতার সবচেয়ে কার্যকর দাওয়াই তো এটিই। সবাই তো অতৃপ্তির এই মোহজালেই আবদ্ধ যে, যতটুকু পেলাম তার চেয়ে বেশি কেন পেলাম না। অথচ প্রতিদিনের অভিজ্ঞতা, বেশি পেলেও তৃষ্ণা নিবারিত হয় না। আয় যত বাড়ে ব্যয়ও সে অনুপাতে বাড়তে থাকে। সুতরাং সম্পদ বৃদ্ধির প্রত্যাশার স্থলে প্রার্থনা কেন করি না যে, যতটুকু পাচ্ছি, তাতেই যেন মন তুষ্ট সন্তুষ্ট হয়ে যায়। এ ব্যবস্থা একবার পরীক্ষা করা হোক; দুনিয়াভর আজ যে ‘নাফসী নাফসী’ তা অর্ধেকেরও বেশি অবশ্যই দূর হবে। বান্দা আরজ করছে, আমি অন্ধের তো গায়েব-জগতের কিছুই জানা নেই, সবকিছুর সূক্ষ্ম সুদূরপ্রসারী ফলাফল তো শুধু আপনারই জানা, সুতরাং আপনিই পারেন কল্যাণের সাথে আমার তত্ত্বাবধান করতে।


এ সম্পর্কিত আরও দু’আ...