দু‘আ-৭৮
اَللّٰهُمَّ أَعِنَّا عَلٰى ذِكْرِكَ وَ شُكْرِكَ وَحُسْنِ عِبَادَ تِكَ.
উচ্চারণঃআল্লা–হুম্মা আ’ই ন্না ‘আলা জিকরিকা ওয়া শু্করিকা ওয়া হু্সনি ইবাদাতিকা।
ইয়া আল্লাহ! আমাদের সাহায্য করুন আপনার স্মরণ, আপনার শোকর ও আপনার সুন্দর বন্দেগীর জন্য।৭৮
-আবু দাউদ, মুসতাদরাক
৭৮. কত সত্য ও গভীর কথা! যিকর, শোকর, হুসনে ইবাদত কোনো কিছুই তো আল্লাহর তাওফীক ও সাহায্য ছাড়া সম্ভব নয়। দু‘আটিতে এ দিকও আছে যে, ইবাদত ও নেক আমলের কারণে ব্যক্তি যেন উজব ও আত্মমুগ্ধতার শিকার না হয়।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে