দু‘আ-৭৭

share dua

اَللّٰهُمَّ لَا تَدَعْ لَـنَا ذَنْۢبًا إِلَّا غَفَرْتَهٗ، وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهٗ وَلَا دَيْنًا إِلَّا قَضَيْتَهٗ، وَلَا حَاجَةً مِّنْ حَوَآ ئِجِ الدُّنْيَا وَالْاٰخِرَةِ إِلَّا قَضَيْتَهَا يَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাদের সকল গুনাহ ক্ষমা করুন, সকল দুশ্চিন্তা দূর করুন, সকল ঋণ পরিশোধ করুন আর দুনিয়া-আখিরাতের সকল প্রয়োজন পূরণ করুন। হে সব দয়ালুর বড় দয়ালু! ৭৭

উৎসঃ -তবারানী

উপকারিতাঃ

৭৭. দু‘আও অতি সারগর্ভ এবং দুনিয়া-আখিরাতের সকল প্রয়োজনের ধারক। আর দু‘আ শেষের সম্বোধন- ‘ইয়া আরহামার রাহিমীন’ (হে সকল দয়ালুর বড় দয়ালু) অতি তাৎপর্যপূর্ণ স্থানোপযোগী।


এ সম্পর্কিত আরও দু’আ...