দু‘আ-৭৫

share dua

اَللّٰهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِيْ الْأُمُوْرِ كُـلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْاٰخِرَةِ.

অর্থঃ ইয়া আল্লাহ! সকল বিষয়ে আমাদের পরিণাম সুন্দর করুন এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে আমাদের নিরাপদ রাখুন।৭৪

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا

৭৪. (নিরাপদ রাখুন দুনিয়ার লাঞ্ছনা থেকে)। থেকে প্রতীয়মান হয় যে, দুনিয়াতে অপমান-অমর্যাদার কারণগুলো থেকে দূরে থাকাও কাম্য যথার্থ আত্মমর্যাদা, যা মুমিনের জন্য অবহেলার বিষয় নয়। আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে হীনতা অবলম্বন, যাকে কেউ কেউ ‘তরীকে মালামাতিয়্যাহ’ (আত্মভর্ৎসনার পথ) বলে নামকরণ করেছে, ইসলামে এর কোনো মূল্য নেই।


এ সম্পর্কিত আরও দু’আ...