দু'আ

মুনাজাতের মধ্যে দু‘আ-১

সকল দু'আ একত্রে দেখুন

মুনাজাতের মধ্যে দু‘আ-১

share dua

۞ اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি‘আ, ওয়া রিযক্বান ত্বইয়িবা, ওয়া আ‘মালান-মুতাক্বাব্বালা।

অর্থঃ হে আল্লাহ্‌! আমি আপনার নিকট উপকারী ইলম, উত্তম রিযক, ও মাকবূল (কবূল হওয়ার মত) আমলের তাওফিক চাই।

উপকারিতাঃ

হযরত উম্মে সালমা (রাযি) বলেন, নবী কারীম ফজরের নামাযের পর উক্ত দু‘আ পড়তেন।

উৎসঃ সুনানে ইবনে মাজা, হাদীস নং: ২৭০৫৬; হায়াতুস সাহাবা, পঞ্চম খন্ড, পৃষ্ঠা-১৪৪ এর প্রথম দু’আ


এ সম্পর্কিত আরও দু’আ...