দু‘আ-৭৩
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُـلِّهِ عَاجِلِهِ وَاٰجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ.
অর্থঃইয়া আল্লাহ! আপনার কাছে প্রার্থনা করছি সকল কল্যাণ, বর্তমানের ও ভবিষ্যতের; যা জানি এবং যা জানি না।৭২
-মুসতাদরাক, ইবনে মাজা
৭২. মুমিন তো সর্বাবস্থায় কল্যাণেরই প্রত্যাশী। বর্তমানের কল্যাণ এবং ভবিষ্যতের কল্যাণ। সব কল্যাণেই সে হিস্যা পেতে চায়, যা তার ক্ষুদ্র জ্ঞানে আছে, তারও, যা নেই, তারও।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে