দু‘আ-৭২
ইয়া আল্লাহ! আপনি যে আলিমুল গাইব, আপনি যে সৃষ্টির উপর ক্ষমতাবান, এ অসিলায় প্রার্থনা করি, আপনি আমাকে জীবিত রাখুন যতদিন আপনার জ্ঞানে জীবন আমার জন্য কল্যাণকর আর আমাকে উঠিয়ে নিন যখন আপনার জ্ঞানে মৃত্যু আমার জন্য উত্তম। আপনার কাছে প্রার্থনা, আপনাকে যেন ভয় করি গোপনে ও প্রকাশ্যে এবং ইখলাসের কথা বলি ক্রোধে ও আনন্দে (কারণ, এ দুই সময় হচ্ছে আবেগের তাড়নায় ভেসে যাওয়ার সময়)। প্রার্থনা করছি ঐ নেয়ামত, যা নিঃশেষ হবে না এবং ঐ আনন্দ, যার সমাপ্তি ঘটবে না। আপনার কাছে প্রার্থনা, যেন আপনার ফয়সালায় রাজি থাকি এবং মৃত্যুর পর শান্তির জীবন লাভ করি আর লাভ করি আপনার দর্শন-আনন্দ এবং আপনার সাক্ষাতের ব্যাকুলতা। আপনার কাছে আশ্রয় নিই কষ্টদায়ক বিপদ থেকে ও ভ্রষ্টকারী ফিতনা থেকে। ইয়া আল্লাহ! আমাদেরকে করুন ঈমানের শোভায় সুশোভিত এবং সুপথপ্রাপ্ত, পথের দিশারী (যেন নিজেরাও সুপথে থাকি, অন্যদেরও সুপথ প্রদর্শন করি)।৭১
-মুসতাদরাক
৭১. জীবন যেন কাটে রহমতের ছায়ায় আর মরণ যেন নিয়ে যায় রহমতেরই কোলে। অসহায় বান্দা সকল অবস্থায় শান্তিরই ভিখারী। এ জগতেও এবং সে জগতেও। كَلِمَةَ الْاِخْلَاصِ فِىْ الرِّضَى وَالْغَضَبِ (ইখলাসের কথা বলি ক্রোধে ও আনন্দে) এ দুই অবস্থায় যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার জীবন তো তাকওয়ায় পূর্ণ হয়ে গেল। وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِى الْغَيْبِ وَالشَّهَادَةِ(আপনাকে যেন ভয় করি গোপনে ও প্রকাশ্যে)। অর্থাৎ সর্বাবস্থায় যেন খোদাভীতি অটুট থাকে। কর্মের ফল দৃশ্যমান থাকুক বা অদৃশ্য। وَ الشَّوْقَ إِلٰى لِقَآئِكَ ولَذَّةَ النَّظَرِ إِلٰى وَجْهِكَ (আপনার দর্শন-আনন্দ ও সাক্ষাতের প্রত্যাশা)। জান্নাতী মুমিনদের খোদার দর্শন লাভ ও তাঁর সাথে সাক্ষাতের সৌভাগ্য আহলে সুন্নতের এক স্বীকৃত আকীদা। জান্নাতবাসীর জন্য এই দীদার হবে সবচেয়ে বড় নেয়ামত। نَعِيْمًا لَّا يَنْفَدُ (ঐ নেয়ামত, যা শেষ হবে না, ঐ আনন্দ যার...)। অর্থাৎ যে শান্তি ও সমৃদ্ধি আমাকে দান করবেন, তা যেন স্থায়ী হয়। এমন যেন না হয় যে, সকল দান ক্ষণস্থায়ী সাব্যস্ত হল! زَيِّنَّا بِزِيْنَةِ الْإِيْمَانِ (আমাদেরকে ঈমানের শোভায় সুশোভিত করুন)। শুধু ঈমান থাকা বা ঈমানের সাধারণ পর্যায় নয়, ঈমানের প্রকৃত স্বাদ তো তখনই পাওয়া যাবে, যখন ঈমানের সুষমা ও সৌন্দর্য এবং ঈমানের উঁচু বৈশিষ্ট্যগুলোও বিদ্যমান থাকবে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে