দু‘আ-৭০

share dua

اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْأَلُكَ صِحَّةً فِيْۤ إِيْمَانٍ، وَ إِيْمَانًا فِيْ حُسْنِ خُلُقٍ، وَنَجَاحًا تُتْبِعُهٗ فَلَاحًا، وَرَحْمَةً مِنْكَ وَ عَافِيَةً، وَ مَغْفِرَةً مِّنْكَ وَرِضْوَانًا.

অর্থঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি ঈমানের সাথে সুস্থতা এবং সুন্দর চরিত্রের সাথে ঈমানদারি এবং (দুনিয়াতে) সফলতা, যার পর আপনি আমাকে দান করবেন (আখেরাতের) কল্যাণ এবং আপনার পক্ষ থেকে করুণা ও নিরাপত্তা, আপনার পক্ষ হতে ক্ষমা ও সন্তুষ্টি।৭০

উৎসঃ -মুসতাদরাক

উপকারিতাঃ

৭০. এখানে প্রার্থনাকারী প্রার্থনা করেছে সম্ভব সমীচীন সবকিছু। অর্থাৎ- ১. সুস্থ আত্মার (ঈমানের) সাথে নীরোগ দেহ। ২. সুস্থ হৃদয়ের সাথে আলোকিত চরিত্র। ৩. আল্লাহর রহমত করুণা এবং ৪. আল্লাহর সন্তুষ্টির সাথে আফিয়াত নিরাপত্তা (আখিরাতে)।


এ সম্পর্কিত আরও দু’আ...