দু‘আ-৬৯

share dua

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ اِيْمَانًا لَّا يَرْتَدُّ، وَنَعِيْمًا لَّا يَنْفَدُ، وَمُرَافَقَةَ نَبِـيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيْۤ أَعْلٰى دَرَجَةِ الْجَنَّةِ جَنَّةِ الْخُلْدِ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি অটল ঈমান, অশেষ নেয়ামত এবং জান্নাতে উচ্চতম স্থানে, জান্নাতুল খুলদে আপনার নবী মুহাম্মদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) সঙ্গ।৬৯

উৎসঃ -মুসতাদরাক

উপকারিতাঃ

৬৯. মুমিনের কলব যবান থেকে এই তিন মৌলিক প্রার্থনা উচ্চারিত হচ্ছে- ১. ঈমানের অবিচলতা দীনের মজবুতী। ২. দীন-দুনিয়ার অশেষ অনন্ত নেয়ামত। ৩.জান্নাতের উচ্চতম স্থানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ, যার চেয়ে উচ্চ মর্যাদা কল্পনাও করা যায় না।


এ সম্পর্কিত আরও দু’আ...