দু‘আ-৬৮
يَا مُقَلِّبَ الْقُلُوْبِ! ثَبِّتْ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ.
অর্থঃহে মনের গতি পরিবর্তনকারী! আমার মনকে আপনার দীনের উপর অবিচল রাখুন।৬৮
-মুসতাদরাক
৬৮. মনের গতি একমাত্র আল্লাহরই নিয়ন্ত্রণে। যে তার সাথে আবদিয়াতের সম্পর্কে আবদ্ধ থাকবে, তার তো সাফল্যই সাফল্য। মুমিন সবচেয়ে বেশি শঙ্কাগ্রস্ত থাকে আপন নফসের তরফ থেকে যে, খোদা তা‘আলার নিরবচ্ছিন্ন মদদ না হলে যে কোনো জায়গায় আমার পদস্খলন ঘটতে পারে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে