দু‘আ-৬৭

share dua

اَللّٰهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهٗ عِنْدَكَ. اَللّٰهُمَّ فَـكَمَا رَزَقْتَنِيْ مِمَّاۤ أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِّيْ فِيْمَا تُحِبُّ. اَللّٰهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّيْ مِمَّاۤ أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغًا لِّيْ فِيْمَا تُحِبُّ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং যার ভালোবাসা আপনার কাছে আমার জন্য উপকারী হয়, তার ভালবাসাও দান করুন। আপনি যখন আমাকে আমার প্রিয় বস্তু দান করেছেন, তখন একে আমার জন্য সহায়ক করুন আপনার প্রিয় কাজে। (অর্থাৎ আমার প্রিয় ও কাম্য যা কিছু আমি লাভ করেছি, তা আপনার পছন্দের বিষয়টি অর্জনের উপায় বানিয়ে দিন।) হে আল্লাহ! আমার যেসব কাম্য বস্তু আমার থেকে দূরে রেখেছেন, সেগুলো (থেকে দূরে থাকা) আমার জন্য ঐসব বিষয়ে মশগুল হওয়ার অবকাশ বানিয়ে দিন, যা আপনার কাছে প্রিয়।৬৭ (অর্থাৎ স্বভাবগতভাবে যা কিছু আমার প্রিয়, তা থেকে যখন আপনি নিজ প্রজ্ঞায় আমাকে দূরে রাখবেন, তখন এই প্রতিক্রিয়া আমার মাঝে সৃষ্টি করুন যে, আমি শুধু এসবের স্থলে আপনার প্রিয় বিষয়গুলোকেই ভালোবাসতে শুরু করি।)

উৎসঃ -তিরমিযী

উপকারিতাঃ

اَللّٰهُمَّ ارْزُقْنِي حُبَّكَ হন। اَللّٰهُمَّ فَكَمَا رَزَقْتَنِي

৬৭. অর্থাৎ স্বভাবগতভাবে যা কিছু আমার প্রিয়, তা থেকে যখন আপনি নিজ প্রজ্ঞা কল্যাণেচ্ছায় আমাকে দূরে রাখবেন, তখন এই প্রতিক্রিয়া আমার মাঝে সৃষ্টি করুন যে, আমি শুধু এসবের স্থলে আপনার প্রিয় বিষয়গুলোকেই ভালবাসতে শুরু করি। (ইয়া আল্লাহ! আমাকে আপনার ভালবাসা দান করুন এবং যার ভালবাসা...)। বাক্য এই সত্য প্রমাণ করে যে, আল্লাহর মহব্বতের সাথে আল্লাহওয়ালাদের মহব্বতও কাম্য, যারা আল্লাহর মহব্বতের পথে সহযোগী হন। اَللّٰهُمَّ অর্থাৎ আমার প্রিয় কাম্য যা কিছু আমি লাভ করেছি, তা আপনার পছন্দের বিষয়টি অর্জনের উপায় বানিয়ে দিন। কী সহজ প্রজ্ঞাপূর্ণ শিক্ষা! কোনো কোনো ধর্মের মতো ইসলামে নির্দেশ নেই যে, সকল কাম্য বস্তু ত্যাগ কর, পার্থিব ভোগ-উপভোগ সম্পূর্ণ বর্জন কর; ইসলামে শুধু আছে, আপন কামনা-বাসনা ভোগ-উপভোগকে আল্লাহর সন্তুষ্টির অধীন রাখ এবং তা দীনের কাজে ব্যবহার কর।


এ সম্পর্কিত আরও দু’আ...