দু‘আ-৬৬

share dua

اللّٰهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَـيَّ مِنْ نَفْسِيْ وَأَهْلِيْ وَمِنَ الْمَآءِ الْبَارِدِ .

অর্থঃ ইয়া আল্লাহ! আপনার ভালোবাসা আমার কাম্য করুন আমার প্রাণের, পরিবারের এবং ঠাণ্ডা পানিরও অধিক।৬৬

উৎসঃ -তিরমিযী

উপকারিতাঃ

৬৬. আপনার প্রতি মস্তিষ্কের ভালোবাসাই যেন বিজয়ী থাকে প্রবৃত্তির গভীর থেকে গভীরতর সব ভালোবাসার উপর। কোনো ক্ষণস্থায়ী সম্পর্কই যেন আপনার আনুগত্যের পথে বাধা না হতে পারে। বান্দার সাধ্যে এর বেশি আর কিইবা থাকে।


এ সম্পর্কিত আরও দু’আ...