দু‘আ-৫৮
আল্লা–হুম্মা ইন্নি আসআলুকাস্ সাবা–তা ফিল আমরি, ওয়া আসআলুকা আযীমাতার্ রুশ্দি, ওয়া আসআলুকা শুকরা নি‘মাতিকা ওয়া হু্সনা ইবাদাতিকা, ওয়া আসআলুকা লিসানান ছাদিকান ওয়া ক্বালবান সালীমান, ওয়া খুলুকান মুস্তাকীমান, ওয়া আসআলুকা মিন খাইরি মা তা‘লামু, ওয়া আসতাগফিরুকা মিম্মা তা‘লামু, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব।
ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি দীনের বিষয়ে অবিচলতা এবং আপনার কাছে প্রার্থনা করি উন্নত যোগ্যতা এবং আপনার কাছে প্রার্থনা করি আপনার নেয়ামতের শোকরগোজারি ও বন্দেগীর সৌন্দর্য এবং আপনার কাছে প্রার্থনা করি সত্যবাদী জিহ্বা, সুস্থ হৃদয় আর সুদৃঢ় চরিত্র। আমি আপনার কাছে প্রার্থনা করি কল্যাণ, যা আপনি জানেন এবং ক্ষমা চাই ঐ সকল গুনাহ থেকে, যে সম্পর্কে আপনি অবগত। সকল অদৃশ্য বিষয় তো আপনার জানা। (সুতরাং ঐ সকল গুনাহ সম্পর্কেও আপনি অবগত, যা কোনো সৃষ্টির জানা নেই)।৫৯
-তিরমিযী, নাসায়ী, হাকিম
৫৯. وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ (আপনার কাছে প্রার্থনা করি আপনার নেয়ামতের শোকরগোজারি)। শোকারগোজারির তাওফীকও আল্লাহর কাছেই প্রার্থনা করতে হয়। وَحُسْنَ عِبَادَتِكَ (বন্দেগীর সৌন্দর্য)। ইবাদাতের শুষ্ক ও নিষ্প্রাণ কাঠামোমাত্র নয়, সৌন্দর্য ও সুষমামণ্ডিত সজীব ইবাদাতই কাম্য। وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ (আপনার কাছে ঐ কল্যাণ চাই, যা আপনি জানেন)। দুনিয়া-আখেরাতের অনেক কল্যাণ এমন আছে, যা অতি সূক্ষ্ম। এসব কল্যাণের উপলব্ধি তো শুধু আল্লাহর তাওফীকেই হতে পারে। وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ (ঐ সকল গুনাহ থেকে ক্ষমা চাই, যে সম্পর্কে আপনি অবগত)। মানুষের কত গোপন গুনাহ আছে, যা এক আলিমুল গাইব ছাড়া অন্য কারো জানার উপায় থাকে না। এখানে ঐসব গুনাহ থেকেও ক্ষমা প্রার্থনা উদ্দেশ্য।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে