দু‘আ-৫৬

share dua

اللّٰهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَارْضَ عَنَّا، وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنْ النَّارِ، وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُـلَّهُ.

অর্থঃ হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন। আমাদের উপর রহম করুন। আমাদের প্রতি রাজি-খুশি হোন। আমাদেরকে জান্নাতে দাখিল করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন। আমাদের (দুনিয়া-আখেরাতের) সবকিছু দুরস্ত করে দিন।৫৭

উৎসঃ -ইবনে মাজাহ

উপকারিতাঃ

وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنْ النَّارِ

৫৭. (আমাদেরকে জান্নাতে দাখিল করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন)। কুরআনী দু‘আর মতো হাদীসী দু‘আরও এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। জান্নাতের তামান্না জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা। দু‘আয় বহুবচন ব্যবহারের তাৎপর্য ইতিপূর্বে বলা হয়েছে।


এ সম্পর্কিত আরও দু’আ...