দু‘আ-৫৫

share dua

رَبِّ أَعِنِّيْ وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِيْ وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِيْ وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِيْ وَيَسِّرِ الْهُدٰى لِيْ، وَانْصُرْنِيْ عَلٰى مَنْ بَغٰى عَلَيَّ.رَبِّ اجْعَلْنِيْ لَكَ ذَكَّارًا، لَكَ شَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، لَكَ مُطِيْعًا، لَّكَ مُخْبِتًا، إِلَيْكَ أَوَّاهًا مُّنِيْبًا. رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ، وَاغْسِلْ حُوْبَتِيْ، وَأَجِبْ دَعْوَتِيْ، وَثَبِّتْ حُجَّتِيْ، وَسَدِّدْ لِسَانِيْ، وَاهْدِ قَلْبِيْ، وَاسْلُلْ سَخِيْمَةَ صَدْرِىْ.

অর্থঃ পরওয়ারদেগার! আমাকে মদদ দিন, আমার বিরুদ্ধে কাউকে মদদ দিয়েন না। আমাকে জয়ী করুন, আমার উপর অন্যকে জয়ী কোরেন না। আমার পক্ষে ব্যবস্থা নিন, আমার বিপক্ষে কারো ব্যবস্থা সফল কোরেন না। আমাকে হেদায়েত দিন এবং হেদায়েতকে আমার জন্য সহজ করুন। আমাকে সাহায্য করুন তার বিরুদ্ধে যে আমার উপর জুলুম করে। পরওয়ারদেগার! আপনাকে যেন বেশি বেশি স্মরণ করি। বেশি বেশি আপনার শোকরগোজারি করি। আপনাকেই যেন খুব ভয় করি। আপনার খুব ফরমাবরদারি করি। আপনার খুব অনুগত থাকি। আপনারই কাছে যেন প্রশান্তি পাই, আপনারই দরবারে যেন ফরিয়াদি হই এবং আপনারই দিকে রুজু করি। পরওয়ারদেগার! আমার তাওবা কবুল করুন। আমার পাপ ধৌত করুন। আমার প্রার্থনা মঞ্জুর করুন। আমার দ্বীনী দলিল অটল রাখুন। আমার জিহ্বাকে করুন সত্যভাষী, হৃদয়কে করুন সুপথগামী আর আমার বুক থেকে দূর করে দিন অস্বচ্ছতা, (যাতে সকল অবস্থায় দ্বীনের উপর থাকা এবং আল্লাহ ও তাঁর বান্দাদের হক আদায় করা আমার পক্ষে সহজ হয়।)৫৬

উৎসঃ -তিরমিযী, ইবনে মাজাহ

উপকারিতাঃ

وَاهْدِنِىْ পাই। وَيَسِّرِ الْهُدٰى لِىْ لَكَ ذَكَّارًا করি। رَبِّ تَقَبَّلْ تَوْبَتِىْ রাখা। وَثَبِّتْ حُجَّتِىْ

৫৬. দু‘আটি দুনিয়া-আখেরাতের সকল কল্যাণের ধারক। (আমাকে হেদায়েত দিন)। অর্থাৎ আমি তো মুখাপেক্ষী আপনার নিরন্তর নির্দেশনার। জীবনের সকল মঞ্জিলে, কদমে কদমে আমি যেন আপনার পথনির্দেশ পাই। وَيَسِّرِ (এবং হেদায়েতকে আমার জন্য সহজ করুন)। বান্দার কর্তব্য, হেদায়েতের পথে চলা যেন সহজ হয় প্রার্থনা জারি রাখা। (আপনাকেই যেন বেশি বেশি স্মরণ করি)। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে সকল অবস্থায় আপনাকেই যেন স্মরণ করি। رَبِّ (পরওয়ারদেগার! আমার তাওবা কবুল করুন)। আমাদের বৈশিষ্ট্য হল তাওবা করতে থাকা এবং তাওবা কবুলের দু‘আও জারি রাখা। وَثَبِّتْ (এবং আমার দ্বীনী দলিল অটল রাখুন)। অর্থাৎ আমি যে ‘দ্বীন’ নামক দলিলের উপর আছি, এতে যেন কম্পন দুর্বলতা না আসে।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-৫৫ | মুসলিম বাংলা