ঈমান নবায়নের দু‘আ

۞ اَللّٰهُمَّ جَدِّدِ الْإِيْمَانَ فِيْ قُلُوْبِنَا
উচ্চারণঃ আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা।
অর্থঃ হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়ে ইমানকে নবায়ন করে দাও।
উৎসঃ তাবারানী, হাদীস নং: ১৪৬৬৮; হাকেম: ০৫
উপকারিতাঃ
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাযি) হতে বর্ণিত, রাসূল বলেন, কাপড় যেভাবে পুরানো হয়ে যায়। অন্তরের ঈমানও একইভাবে পুরানো হয়ে যায়। কাজেই তোমরা আল্লাহ্র কাছে তোমাদের অন্তরের ঈমান নবায়ন করে দেয়ার জন্য দু‘আ কর।
উৎসঃ হাকেম: ০৫