দু‘আ-৫০
اَللّٰهُمَّ اهْدِنِيْ وَسَدِّدْنِىْ.
অর্থঃইয়া আল্লাহ! আমাকে হেদায়েত দান করুন এবং সঠিক পথে রাখুন।৫১
–মুসলিম
৫১. যার ঈমান নসীব হয়েছে, তার হেদায়েতও নসীব হয়েছে। এখন প্রয়োজন জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে সেই হেদায়েতের উপর অটল থাকা। এরই জন্য মুমিনের হেদায়েত-প্রার্থনা। سَدِّدْنِىْ (সঠিক পথে রাখুন) যে সম্পদ মুমিন লাভ করেছে, তা রক্ষা করা ও তার উপর অবিচল থাকাও তো অনেক বড় সম্পদ।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে