দু‘আ-৪৬

share dua

اَللّٰهُمَّ اغْفِرْلِيْ ذُنُوْبِيْ : خَطَئِـيْ وَعَمَدِيْ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমার ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত সকল গুনাহ মাফ করুন।৪৭

উৎসঃ -বায়হাকী, তবারানী

উপকারিতাঃ

৪৭. এতে শিক্ষা আছে যে, স্বেচ্ছায় সজ্ঞানে কৃত গুনাহের পাশাপাশি অনিচ্ছায় অজান্তে কৃত গুনাহের জন্যও ক্ষমা প্রার্থনা করা বান্দার কর্তব্য। আর মাসুম (নিষ্পাপ) নবীই যখন ইস্তিগফার করছেন, তখন গায়রে মাসুমের (যে নিষ্পাপ নয়, তার) কথা তো বলাই বাহুল্য।


এ সম্পর্কিত আরও দু’আ...