দু‘আ-৪৫

share dua

اَسْأَلُكَ عِلْمًا نَّافِعًا.

অর্থঃ আপনার কাছে প্রার্থনা করছি উপকারী ইলম।৪৬

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

৪৬. ‘বিদ্যা’মাত্রই কাম্য-এ চিন্তার শিকড় কেটে দিয়েছে এই হাদীস। বিদ্যামাত্রই কাম্য নয়। ‘উপকারী’ শর্ত সকল ‘বিদ্যা’ ‘শাস্ত্র’কে কাম্যতার গণ্ডি থেকে খারিজ করে দেয়, যা আল্লাহর পরিচয় আখিরাতের নাজাতের জন্য সহযোগী না হয় এবং পার্থিব বিচারেও যেগুলোর কুফল তার সুফলের চেয়ে বেশি। এর চেয়ে মর্মান্তিক অজ্ঞতা অবিচার আর কী হতে পারে যদি সকল বিদ্যা শাস্ত্র এবং শিক্ষাব্যবস্থার সমর্থন ইলমের ফযীলত-সংক্রান্ত আয়াত দ্বারা করা হয়, যার সারকথা হলো আল্লাহবিস্মৃতি আখিরাত-বিমুখতা! এই প্রজ্ঞাপূর্ণ সারগর্ভ প্রার্থনা তিনিই শেখাতে পারেন, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক। দ্রঃ দু‘আ ৫৪


এ সম্পর্কিত আরও দু’আ...