নামাযের মধ্যে ওয়াসওয়াসা বন্ধের যিকির
۞ أَعُوْذُ بِا للہِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আ’ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রজীম।
আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
হযরত উসমান ইবনে আবূল আস (রাযি) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! শয়তান আমার এবং আমার সালাত ও কেরাতের মাঝে প্রতিবন্ধক হয়ে তা আমার জন্য এলোমেলো করে দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা এক (প্রকারের) শয়তান যার নাম ‘খিনযিব’। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন (আউযুবিল্লাহ পড়ে) তিনবার তোমার বামদিকে থু থু নিক্ষেপ করবে। তিনি বলেন, পরে আমি তা করলে আল্লাহ তা‘আলা আমার থেকে তা দূর করে দিলেন।
সহীহ মুসলিম, হাদীস নং: ৫৫৫০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে