দু‘আ-৩৯

share dua

رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَ اغْفِرْ لَنَا ۚ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ۝۸

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আমাদের জন্য আমাদের নূর কামিল করে দিন এবং আমাদের মাফ করে দিন। নিশ্চয়ই আপনি সব বিষয়ে শক্তিমান। (আপনি তো ঈমানহীন লোকদেরও ঈমানের আলো দান করতে পারেন। তাহলে যাদের আপনি ঈমানের নূর দান করেছেন, তাদের এই নূর পরিপূর্ণ করে দিন।)৪০

উৎসঃ -সূরা তাহরীম : ৮

উপকারিতাঃ

৪০. আখিরাতেও মুমিনগণ দু‘আ করবে। সেখানে দু‘আর অর্থ হবে স্থান অবস্থার উপযোগী। (বয়ানুল কুরআন)


এ সম্পর্কিত আরও দু’আ...