দু‘আ-৩৮
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا وَ اغْفِرْ لَنَا رَبَّنَا ۚ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ۵
অর্থঃহে আমাদের পরওয়ারদেগার! যারা কুফর করেছে, তাদের জুলুমের লক্ষ্যবস্তু আমাদের কোরেন না এবং হে পরওয়ারদেগার! আপনি আমাদের মাফ করে দিন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।৩৯
-সূরা মুমতাহিনা : ৫
৩৯. জুলুমের শিকার না হওয়ার প্রত্যাশা ও প্রচেষ্টাই হল আনুগত্য। কিছু অবুঝ লোক এর বিপরীত ধারণা পোষণ করে এবং জুলুমের শিকার হওয়ার প্রত্যাশাকে প্রশংসনীয় মনে করে। এটা ঠিক নয়। اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ অর্থাৎ না আমাদের মাফ করা আপনার পক্ষে কঠিন, আর না এ করতে আপনার প্রজ্ঞার বিধানে কোনো ত্রুটি হবে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে