দু‘আ-৩৪
وَ اَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَ اِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ۱۵
অর্থঃআর আমার জন্য আমার সন্তানদের মাঝেও (কল্যাণের) যোগ্যতা স্থাপন করুন। আমি তো আপনার দিকে রুজু করেছি এবং আমি ফরমাবরদারদের একজন।৩৫
-সূরা আহকাফ : ১৫
৩৫. এ দু‘আ করেছেন আল্লাহর এক মকবুল বান্দা জীবনের পরিপক্ব বয়সে উপনীত হওয়ার পর। وَ اَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ (আমার জন্য আমার সন্তানদের মাঝে কল্যাণের যোগ্যতা স্থাপন করুন)। নিজের সাথে সাথে সন্তান-সন্ততির ইসলাহ ও সংশোধনের দু‘আ ও ফিকির করতে থাকা আল্লাহর কামেল ও মকবুল বান্দাদের নিয়ম।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে