দু‘আ-৩৪

share dua

وَ اَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَ اِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ۝۱۵

অর্থঃ আর আমার জন্য আমার সন্তানদের মাঝেও (কল্যাণের) যোগ্যতা স্থাপন করুন। আমি তো আপনার দিকে রুজু করেছি এবং আমি ফরমাবরদারদের একজন।৩৫

উৎসঃ -সূরা আহকাফ : ১৫

উপকারিতাঃ

পর। وَ اَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ

৩৫. দু‘আ করেছেন আল্লাহর এক মকবুল বান্দা জীবনের পরিপক্ব বয়সে উপনীত হওয়ার পর। وَ (আমার জন্য আমার সন্তানদের মাঝে কল্যাণের যোগ্যতা স্থাপন করুন)। নিজের সাথে সাথে সন্তান-সন্ততির ইসলাহ সংশোধনের দু‘আ ফিকির করতে থাকা আল্লাহর কামেল মকবুল বান্দাদের নিয়ম।


এ সম্পর্কিত আরও দু’আ...