দু‘আ-২৭
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖۗ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًاۗۖ۶۵
উচ্চারণঃরাব্বানাসরিফ ‘আন্না-‘আযা-বা জাহান্নামা ইন্না ‘আযা-বাহাকা-না গারা-মা-।
হে আমাদের পরওয়ারদেগার! জাহান্নামের আযাবকে আমাদের থেকে দূরে সরিয়ে দিন। জাহান্নামের আযাব তো পূর্ণ বরবাদী। (যা আমাদের সহনক্ষমতার অতীত)।২৮
-সূরা ফুরকান : ৬৫
২৮. আল্লাহর মকবুল বান্দাদের এ দু‘আ কুরআন মাজীদে বর্ণিত হয়েছে। আর তা বর্ণিত হয়েছে তাদের প্রশংসার স্থলে। সুতরাং যে সকল সূফী-দরবেশ থেকে জাহান্নাম সম্পর্কে বেপরোয়া হওয়ার কথা বর্ণিত আছে, বর্ণনা বিশুদ্ধ হলেও আবেগ-জযবার ঐ মানসিকতা অনুসরণযোগ্য নয়।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে