দু‘আ-২৪

share dua

رَبِّ اَنْزِلْنِیْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّ اَنْتَ خَیْرُ الْمُنْزِلِیْنَ۝۲۹

উচ্চারণঃ রাব্বি আনঝিলনী মুনঝালাম মুবা-রাকাওঁ ওয়া আনতা খাইরুল মুনঝিলীন

অর্থঃ পরওয়ারদেগার! আমাকে বরকতময় জায়গায় অবতীর্ণ করুন। আপনি সর্বোত্তম অবতারণকারী।২৬

উৎসঃ -সূরা মুমিনূন : ২৯

উপকারিতাঃ

২৬. দু‘আ হযরত নূহ আ. থেকে বর্ণিত হয়েছে। তিনি তো আল্লাহর আদেশে কিশতীতে সওয়ার হয়েছিলেন এবং নিঃসন্দেহে কোনো বরকতময় স্থানেই অবতারিত হতে যাচ্ছিলেন। এরপরও পরিষ্কার ভাষায় প্রার্থনা পূর্ণ দাসত্ব পূর্ণ নৈকট্যের বহিঃপ্রকাশ। (আপনি সর্বোত্তম অবতারণকারী) অর্থাৎ- অন্য লোকেরা যারা মেহমানদের নিজগৃহে অবতীর্ণ করে, তারা তো কল্যাণ দান অকল্যাণ থেকে মুক্তিদানের ক্ষমতা রাখে না। কিন্তু আপনি সেই ক্ষমতা রাখেন। (বয়ানুল কুরআন)


এ সম্পর্কিত আরও দু’আ...